আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইকুয়েডরে বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ জন নিহত

editor
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
ইকুয়েডরে বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ জন নিহত

Sharing is caring!

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

ইকুয়েডরে একটি পুল হলে বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) একটি মাদক চক্র এই রক্তাক্ত সহিংসতা ঘটিয়েছে।

Manual5 Ad Code

একজন পুলিশ কর্মকর্তা বলেন, সান্তো ডোমিঙ্গো অঞ্চলে অবস্থিত পুল হলটিতে তিন জন ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি চালায়।

Manual8 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যম আলফা ও ওমেগাকে ওই কর্মকর্তা জানিয়েছেন, নিহত পাঁচ জনের বাইরে আরও একজন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে সান্তো ডোমিঙ্গোর পুল হলে একই রকম হত্যাকাণ্ড ঘটেছে।

Manual5 Ad Code

ইনসাইট ক্রাইম থিঙ্ক ট্যাঙ্কের মতে, বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া এবং পেরুর মধ্যে অবস্থিত ইকুয়েডর ক্রমবর্ধমান গ্যাং সহিংসতার কবলে পড়েছে। একসময়ের শান্তিপূর্ণ ইকুয়েডর এখন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ হত্যার হারের দেশে পরিণত হয়েছে।

Manual4 Ad Code

ইকুয়েডোরান অবজারভেটরি অন অর্গানাইজড ক্রাইম-এর তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথমার্ধে, গত বছরের একই সময়ের তুলনায় হত্যার সংখ্যা ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Manual1 Ad Code
Manual5 Ad Code