আজ বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ ও ধর্মালোচনা 

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ০৭:০৭ অপরাহ্ণ
সিলেটে বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ ও ধর্মালোচনা 

Sharing is caring!

Manual6 Ad Code
উৎপল বড়ুয়া :
দৈনিক ইনফো বাংলা, সিলেট ব্যুরো প্রধান, সিলেট অনলাইন প্রেসক্লাব সদস্য সাংবাদিক উৎফল বড়ুয়া’র সিলেটের শেখঘাটস্থ বাসায় মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, বিশ্বশান্তি কামনা, উৎফল বড়ুয়ার সুস্থতা ও পারিবারিক মঙ্গল কামনায় মঙ্গলসূত্র ও দেশের সমৃদ্ধি সহ বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ এবং ধর্মালোচনা করা হয়।
সুত্র পাঠে অংশগ্রহণ করেন রাঙ্গামাটির রাজবন বিহারের প্রতিষ্ঠাতা,আর্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তে’র শিষ্য-প্রশিষ্যদের উপস্থিত ছিলেন শ্রীমৎ উদয়কীর্তি থের, শ্রীমৎ করুনানন্দ থের, শ্রীমৎ স্মৃতিমিত্র ভিক্ষু, শ্রীমৎ বোধিচিত্ত ভিক্ষু। পূজনীয় ভিক্ষু-সংঘগণ রাঙ্গামাটি নানিয়াচর মংখলা বন বিহার ও বিভিন্ন বিহারে অবস্থান করে শাসন সদ্ধর্মের শ্রীবৃদ্ধি করে চলেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেলু বড়ুয়া, সৌরভ চাকমা, রুনেল চাকমা, সেতু বড়ুয়া মুক্তা, হিলম্যান চাকমা, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
Manual1 Ad Code
Manual6 Ad Code