আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিলুপ্ত সংসদের ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
বিলুপ্ত সংসদের ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর

Sharing is caring!

Manual1 Ad Code

বাসস:

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বুধবার) : বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে।আজ (বুধবার) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, বিলুপ্ত সংসদের এমপিদের আমদানি করা ৩১টি গাড়ি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশনা দিয়ে বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

Manual6 Ad Code

এছাড়াও কতিপয় সংসদ সদস্য কর্তৃক বিশেষ শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে না এবং আমদানিকারকরা স্বাভাবিক হারে শুল্ক-কর পরিশোধ করে গাড়িগুলো খালাস করতে পারবেন।

Manual7 Ad Code

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা এই ৩১টি গাড়ির মোট প্রদেয় শুল্ক-করের পরিমান ২৬৯ কোটি ৬১ লক্ষ ৮৯ হাজার ৬ শত টাকা। উচ্চ মূল্যের এসব গাড়ির প্রতিটির জন্য সর্বোচ্চ শুল্ক-কর দিতে হবে ৯ কোটি ৪৪ লক্ষ ৮৩ হাজার ৩ শত টাকা এবং সর্বনিম্ন শুল্ক-করের পরিমান ৮ কোটি ৬২ লক্ষ ৬৭ হাজার ৪ শত টাকা।

Manual8 Ad Code

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে সমুদয় শুল্ক-কর পরিশোধ করে আমদানি করা এই ৩১টি গাড়ি আমদানিকারকরা খালাস করেননি। তাই কাস্টমস আইন অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়। কিন্তু নিলামকারীরা যৌক্তিক মূল্য বিড না করায় সেগুলো জনস্বার্থে যথাযথ ব্যবহারের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে অতি মূল্যবান এই গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য এই বিশেষ আদেশ জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট আমদানিকারক ভবিষ্যতে সমস্ত শুল্ক ও কর পরিশোধ করে গাড়িগুলো আইনানুগ পদ্ধতিতে খালাস করতে চাইলে চট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ এবং শুল্কায়ন সংক্রান্ত আইন, বিধি ও আদেশ যথাযথভাবে মেনে খালাস করতে পারবে।

Manual1 Ad Code

প্রযোজ্য শুল্ক-কর আদায় করে গাড়িগুলো ভবিষ্যতে চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিকারকের অনুকূলে খালাসের ব্যবস্থা নিলে সরকারি যানবাহন অধিদপ্তর সেগুলো ফেরত দেবে।

Manual1 Ad Code
Manual5 Ad Code