আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার : ড. নেয়ামত উল্যা

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার : ড. নেয়ামত উল্যা

Sharing is caring!

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ সফলভাবে বাস্তবায়নে সক্রিয়ভাবে অবদান রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া একথা বলেছেন।

গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের রিয়াদে মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

ড. নেয়ামত উল্যা আরও বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের মোট শ্রমশক্তির এক তৃতীয়াংশ ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় ২০ লাখ নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করে। দেড় কোটিরও বেশি কর্মী ১৭০ টির বেশি দেশে রেমিট্যান্সযোদ্ধা হিসেবে কাজ করছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। এ খাতকে আরও শক্তিশালি করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি ১০ হাজারের বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। ২০২৫ সালের মধ্যে ৮৮ লাখ এবং ২০৩০ সালের মধ্যে ২ কোটি ৯ লাখ মিলিয়ন দক্ষ জনশক্তি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Manual4 Ad Code

সরকারের গৃহীত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক পদক্ষেপের ফলে আমাদের দক্ষ জনশক্তি শিল্প, ভৌত অবকাঠামো নির্মাণ খাতের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন ও সরবরাহ, পর্যটন খাতেও অবদান রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন এই সিনিয়র সচিব।

Manual6 Ad Code

এসময় তিনি সৌদি আরবের নিয়োগকারী সংস্থাকে প্রশিক্ষণ সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফর এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম এবং রিয়াদস্থ বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, রিয়াদে চারদিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড, ইন্দোনেশিয়াসহ মোট ৮টি দেশের ৬৫টি মানবসম্পদ ও জনশক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রথমবারের মত বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবারের মেলায় অংশগ্রহণ করেছে।বাসস

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code