Sharing is caring!
আন্তর্জাতিক ডেস্ক:
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (রোববার) : ইউক্রেন সংঘাত নিরসনে ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনাটি রাশিয়ার কোনো ‘ইচ্ছাপত্র’ নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একদল মার্কিন সিনেটরের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে শনিবার এই দাবি করা হয়।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
একদল সিনেটর অভিযোগ করেন যে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের ফোন করে জানান, প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে ‘রুশ ইচ্ছাপত্র’ চাপিয়ে দিতে চাইছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। রুবিও এবং পুরো প্রশাসন বারবার পরিষ্কার করেছে, এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি। এতে রাশিয়া ও ইউক্রেনের মতামতও অন্তর্ভুক্ত করা হয়েছে।’