আজ শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরার সাংবাদিক মুনসুর রহমানকে হুমকির প্রতিবাদে গণআন্দোলন জোটের প্রতিবাদ সভা

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:১৩ অপরাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি,

Manual8 Ad Code

সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো: মুনসুর রহমানকে মারপিটসহ খুন জখমের হুমকির প্রতিবাদে গণআন্দোলন জোটের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টায় কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের আইন বিষয়ক উপদেষ্টা ও গণআন্দোলন জোটের সমন্বয়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক এটিএম রইফ উদ্দিন সরদার, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থী অ্যাড. আবুল কালাম আজাদ, প্রাক্তন শিক্ষার্থী ও সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ বিশ^াস প্রমূখ।

Manual7 Ad Code

বক্তারা বলেন, সাতক্ষীরা কলেজের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নামে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে ২ হাজার টাকা ও চলমান শিক্ষার্থীদের ক্ষেত্রে ১ হাজার টাকা নিবন্ধন ফি ধরে রেজিষ্ট্রিশন উদ্বোধন করা সর্বশ্রেণি পেশার শিক্ষার্থীদেরকে অংশগ্রহণে বাঁধা দেওয়ার সামিল। সাংবাদিক মুনসুর রহমানের কথা সঠিক। সে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নিবন্ধন ফি নিয়ে লেখালেখি করেন। সেপ্রিক্ষিতে সাংবাদিক মুনসুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্ অ্যাপ গ্রুপ প্লাটিনাম জুবিলি.. আইডি থেকে হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি শুধুমাত্র মানের দিকে দেখতে যেয়ে আয়োজক কমিটির চাপিয়ে দেওয়া নিবন্ধন ফি অধিকাংশ প্রাক্তন শিক্ষার্থীদের সামর্থের বাইরে চলে যাবে। তাই সাতক্ষীরা সরকারি কলেজের  বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সামর্থের কথা অবশ্যই ভাবতে হবে। সেজন্য চলমান শিক্ষার্থীদের জন্য ২’শ টাকা, শ্রম-কর্ম-পেশার প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৪’শ টাকা, প্রথম শ্রেণির চাকুরিজীবীদের জন্য ১ হাজার টাকা, উচ্চ পর্যায়ের চাকুরীজীবীদের জন্য ১৫’শ টাকা, ধর্নাঢ্য ব্যবসায়ীদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করে প্লাটিনাম জুবলি অনুষ্ঠানটি প্রাণবন্ত ও নান্দনিক করার আহবান জানান নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

 

বার্তা প্রেরক,অধ্যাপক ইদ্রিস আলী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  ও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাসদ।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code