আজ রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ১

editor
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৫, ০৪:১৬ অপরাহ্ণ
নীলফামারীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ১

Sharing is caring!

Manual3 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে তিন হাজার আট’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল খালেক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৯ অক্টোবর)  সকালে সৈয়দপুর-রংপুর সড়কের রাজা ফিলিং স্টেশন এলাকায় সংস্থাটির জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল খালেক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাংগা এলাকার মৃত. খমির উদ্দিনের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) জেলা কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ঠাকুরগাঁও অভিমুখী যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানকালে বাসের ‘আইফোর’ সিটে বসে থাকা যাত্রী আব্দুল খালেকের একটি স্কুল ব্যাগ থেকে তিন হাজার আট’শ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোন সেট ও যাত্রীর টিকিট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক  দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন জানান, উদ্ধার হওয়া ইয়াবার মুল্য সাত লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল ওয়াদুদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Manual1 Ad Code
Manual2 Ad Code