আজ শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৭ বছর পর লন্ডনে বেগম খালেদা জিয়া

editor
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ০৪:০২ অপরাহ্ণ
৭ বছর পর লন্ডনে বেগম  খালেদা জিয়া

Sharing is caring!

Manual8 Ad Code

 

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া

Manual5 Ad Code

সাত বছর পর হিথ্রো বিমানবন্দরে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। বুধবার সকাল নয়টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual1 Ad Code

মা-ছেলের দেখা হবার সময় সেখানে আবেগগণ পরিবেশের তৈরি হয়। তারেক রহমান জড়িয়ে ধরেন মাকে। তারেকের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এসময় উপস্থিত ছিলেন। তিনিও শাশুরি বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন।খালেদা জিয়া ২০১৭ সালরে ১৬ জুলাই চকিৎিসার জন্য লন্ডনে গেলে সবশষে তারকে রহমানরে সঙ্গে তার দখো হয়ছেলি।

Manual6 Ad Code

বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে বরণ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। এসময় বিমান বন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও কামাল উদ্দিন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন।মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়ন করা এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।

ঢাকায় শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন আসলেন বিএনপির চেয়ারপারসন। গত সোমবার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন তিনি।
এই সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার চিকিৎসক, পরিবার ও কাজের লোক সহ মোট ১৬ জন রয়েছেন।

Manual1 Ad Code

দলীয় সূত্র নিশ্চিত করেছে- প্রথমে তিনি যাবেন তার পুত্র তারেক রহমানের বাড়ীতে। সেখান থেকে যাবেন সেন্ট্রেল লন্ডনের লন্ডন ক্লিনিক নামক একটি প্রাইভেট হাসপাতালে। তার আগমন উপলক্ষে মঙ্গলবার লন্ডনে দলীয় অফিসে যুক্তরাজ্য বিএনপি এক দোয়া মাহফিলের আয়োজন করে।

Manual1 Ad Code
Manual5 Ad Code