আজ শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘আয়নাঘরের সঙ্গে জড়িত অপরাধীদের রেহাই পাওয়ার পথ খুব সংকীর্ণ’ : বিএনপি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ণ
‘আয়নাঘরের সঙ্গে জড়িত অপরাধীদের রেহাই পাওয়ার পথ খুব সংকীর্ণ’ : বিএনপি

Sharing is caring!

Manual1 Ad Code

টাইমস নিউজ

Manual1 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, ‘হাসিনার ফ্যাসিস্ট রেজিম যে জঘন্য অন্যায় ও পৈশাচিক নৃশংসতা চালিয়েছে সেটাই সবচেয়ে নির্মম সত্য ও নিষ্ঠুর বাস্তবতা।

সেই নির্যাতনের ভিক্টিমেরা অনেকেই আছেন, তারা তাদের দুঃসহ অভিজ্ঞতার বিবরণ দিচ্ছেন। কাজেই অপরাধীদের রেহাই পাওয়ার পথ খুব সংকীর্ণ।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ওই পোস্টে তিনি আরও বলেন, আমরা একটু বেশি বুদ্ধিমান ও স্টুপিড আছি। আমরা ধরেই নিয়েছি ড. ইউনূস আয়নাঘর নামে কুখ্যাত হাসিনার ফ্যাসিস্ট রেজিমের তিনটি গুপ্ত বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র পরিদর্শনে যাওয়ার মাধ্যমে গুম ও নির্যাতনের ব্যাপারে প্রথম পদক্ষেপ নিলেন। আমরা বিজ্ঞের মতো রসিয়ে রসিয়ে বলছি, ছ’মাস পর সময় হলো?

Manual6 Ad Code

তিনি বলেন, আসলে কি ব্যাপারটা তাই? কয়েক মাস আগেই গুম কমিশন গঠন করা হয়েছে। তারা কাজ করছেন। অনেক কিছু শনাক্ত করা হয়েছে। দোষীদের চিহ্নিত করা হচ্ছে। তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Manual5 Ad Code

‘এগুলোই আসল কাজ। প্রধান উপদেষ্টা ভিজিট আসলে এই গুম-নির্যাতনের আলামতের একটা প্রতীকী প্রদর্শনী মাত্র। এটারও মূল্য আছে। তবে এগুলো সবাইকে দেখানো ও প্রচার করার চেয়েও বড় কাজ অপরাধীদের বিচার’।

Manual3 Ad Code

মারুফ কামাল বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে ৩-৪ দিন দেশে সরকারই ছিল না। তার দোসর ও অপরাধের সঙ্গে জড়িতরাই অনেক কিছুর দায়িত্ব ও কর্তৃত্বে বহাল ছিল। তারা তাদের অপরাধের চিহ্ন মোছার কিছু চেষ্টা তো অবশ্যই করেছে৷ কিন্তু সব লুকাতে ও বদলাতে পারেনি। হাসিনার ফ্যাসিস্ট রেজিম যে জঘন্য অন্যায় ও পৈশাচিক নৃশংসতা চালিয়েছে সেটাই সবচেয়ে নির্মম সত্য ও নিষ্ঠুর বাস্তবতা। সেই নির্যাতনের ভিক্টিমেরা অনেকেই আছেন, তারা তাদের দুঃসহ অভিজ্ঞতার বিবরণ দিচ্ছেন। কাজেই অপরাধীদের রেহাই পাওয়ার পথ খুব সংকীর্ণ।

তিনি বলেন, আমরা এমন একটা গুরুতর বিষয় নিয়ে নানা রকম পরিহাস করে ফ্যাসিস্টদের অপরাধকে লঘু করার মতো অপরাধ করছি অনেকেই। ছোটখাট বিষয়ে নোক্তা দিয়ে একটা বিরাট লক্ষ্যকে দিকভ্রষ্ট এবং দুর্বৃত্তদের দায়মুক্ত করার মতো ফালতু যেন আমরা না হই।

Manual1 Ad Code
Manual6 Ad Code