আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

editor
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের জুড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Sharing is caring!

Manual5 Ad Code

রেডটাইমস ডেস্ক:

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে সোহেল মিয়া (৩১) নামে সাজা পরোয়ানাভুক্ত চুরি ও ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্প্রতিবার (৬ মার্চ ২০২৫ খ্রি.) রাতে জুড়ী থানাধীন জামকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতি মামলায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মূলতবী আছে। সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গরু চুরির বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

Manual8 Ad Code

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেফতারী মূলতবী আছে।

Manual5 Ad Code

আজ শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code