আজ বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ০১:০৫ অপরাহ্ণ
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

Sharing is caring!

Manual3 Ad Code
আকরাম হোসেন হিরন, কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৮ মার্চ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও শিশুর উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, থানা পুলিশের উপপরিদর্শক মোঃ আব্দুল হালিম, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, মহিলা দল নেত্রী আরজোদা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার প্রমুখ।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব।
আলোচনা সভার পূর্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা মহিলা দলের ব্যানারে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অংশগ্রহণকারীরা মাথায় ক্যাপ, ফেস্টুন ও বর্ণাঢ্য সাজে আন্তর্জাতিক নারী দিবস সফল হউক, সার্থক হউক বলে শ্লোগান দিয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন।
Manual1 Ad Code
Manual5 Ad Code