আজ শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ০৭:২৬ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual8 Ad Code
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের উদ্যোগে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকাল সাড়ে ৯টায় দিবসের কর্মসূচির উদ্বোধন, কুচকাওয়াজ ও সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মুনতাকিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মনোয়ার হুসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কুটি মিয়া, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুন খান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড  সুপার ভাইজার মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
Manual1 Ad Code
Manual5 Ad Code