আজ শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট জেলায় ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ০৫:১৯ অপরাহ্ণ
সিলেট জেলায় ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

Sharing is caring!

Manual1 Ad Code
সিলেট ডেস্ক:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)-২য় সংশোধিত” এর আয়োজনে ১৩ মার্চ ২০২৫ তারিখে সিলেট প্রকল্প কার্যালয়ে শুরু হওয়া ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ে নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের নিযুক্ত জু. কনসালটেন্ট (ট্রেনিং) শ্রী শুভ পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
৯ দিনব্যাপী ৩টি বিষয়ে প্রশিক্ষণে সেবাইতরা সামাজিক মূল্যবোধ, বাল্যবিবাহ-যৌতুকের কুফল, ইভটিজিং, নারী নির্যাতন, নারী-পুরুষ বৈষম্য, সার্বজনীন মানবাধীকার, শিশু অধীকার, ন্যায়বিচার, মাদকের কুফল ও করনীয়, পশু পালন, মৎস্য চাষ, গবাদি পশুর টীকা, রোগের লক্ষণ, মৎস্য চাষ পদ্ধতি, ফসল চাষ, ফল চাষ, শাক-সবজি চাষ, ফুল চাষ, মৌমাছি পালন ও কৃষি জমি পরিমাপ সম্পর্কে প্রশিক্ষণ নেয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন প্রশিক্ষণেপ্রাপ্ত জ্ঞান সমাজে ছড়িয়ে দেন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আওতায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” প্রকল্পের আয়োজনে এই সেবাইত প্রশিক্ষণ যে কতটা যুগোপযোগী তিনি তার প্রশংসা করেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code