আজ রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৮:২৩ অপরাহ্ণ
কালীগঞ্জে চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার বিরতুলে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘ ও স্থানীয় বিএনপি সমর্থক গোষ্ঠির যৌথ আয়োজনে এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মো. মনির উদ্দিন মোল্লা।

প্রতিবাদ মিছিলটি বিরতুলের কয়েকটি সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দল নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা রুকুন উদ্দিন মোল্লা, শামীম ভূঁইয়া, যুবদল নেতা আলী হোসেন মোল্লা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন, আলী হোসেন সরকার প্রমুখ।

এ সময় শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের অন্যান্য সদস্য, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।