Soical Bar

আজ বুধবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড় থেকে সমুদ্র

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
পাহাড় থেকে সমুদ্র

Sharing is caring!

স্মৃতি রানী দে

পাহাড়ের চূড়া, আকাশ ছোঁয়া,
সমুদ্রের ঢেউ, রোদে ভরা রসদ।
একদিকে শান্তি, অন্যদিকে গর্জন,
প্রকৃতির কোলে, যেন হয় নতুন জন্ম।

পাহাড়ের সবুজ, হৃদয়ের শান্তি,
সমুদ্রের জল, জাগায় জীবনরসন্তি।
লুকানো গহনে, স্বপ্নের ভেলা,
দুই দিগন্তে, প্রেমের মহাকাব্য।

বৃষ্টির দিনে পাহাড়ে জলপ্রপাত,
সমুদ্রের কূলে বাজে ঢেউয়ের সঙ্গীত।
হাওয়ার মধ্যে ভাসে ভালবাসার গন্ধ,
পাহাড় আর সমুদ্র, দু’জনের মিষ্টি বন্ধন।

পাহাড়ের গভীর, রহস্যময় পথ,
সমুদ্রের স্রোত, বহন করে সুখের পন্থা।
প্রকৃতির রংমহলে, এই প্রেমের জ্ঞান,
পাহাড় ও সমুদ্র, জীবনের চিরন্তন গান।

স্মৃতি রানী দে:  শিক্ষক

Follow for Regular News