আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমণি ও সাদীর প্রেম রসায়নে ভাঙনের সুর!

editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫, ০৫:২৬ অপরাহ্ণ
পরীমণি ও সাদীর প্রেম রসায়নে ভাঙনের সুর!

Oplus_16908288

Sharing is caring!

Manual6 Ad Code
সদরুল আইনঃ
সম্প্রতি সময়ে সংগীতশিল্পী শেখ সাদীর প্রসঙ্গে যেন পুরোপুরি নীরব ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
বোঝাই যাচ্ছে, অভিনেত্রীকে জড়িয়ে বিভিন্ন সংবাদ দুজনকেই বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে। নেটিজেনরাও মনে করছেন, সাদী-পরীমণির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে।
চিত্রনায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই ছিল ওপেন সিক্রেট। একসঙ্গে ঘোরাঘুরি, ভিডিও শেয়ার, পারিবারিক মুহূর্ত- সবই জানিয়ে দিচ্ছিল সম্পর্কের গভীরতা।
এমনকি সাদীর মায়ের পাঠানো পিঠার ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন পরীমণি। তবে সম্প্রতি তাদের মধ্যে দূরত্বের আভাস মিলছে।
কিছুদিন আগে পরীমণি তার ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। একই রকম ব্যাকগ্রাউন্ডে সাদী দিয়েছেন শুধু তিনটি ডট (…)। এই রহস্যজনক পোস্ট ঘিরেই শুরু হয়েছে প্রেম ভাঙনের গুঞ্জন।
 ভক্তরা নানা মন্তব্য করছেন- ‘পরীও ছ্যাঁকা দিল’, ‘বিষয়টা সিরিয়াস মনে হচ্ছে।’ যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে কিছু বলেননি।
তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পরীমণির বাসায় অল্প সময় কাজ করা এক গৃহকর্মীকে ঘিরেই মূলত এই টানাপোড়েন। সেই গৃহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেন, যা দুজনের সম্পর্ক ও ইমেজে নেতিবাচক প্রভাব ফেলে।
পরীমণি এর আগেও একাধিক সম্পর্কে ছিলেন। পরিচালক, নায়ক এবং সর্বশেষ শরীফুল রাজের সঙ্গে তার বিয়ের খবর ও বিচ্ছেদ ছিল বেশ আলোচিত।
 অন্যদিকে শেখ সাদীও সংগীত জগতে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কিছুদিন আগেও বিপদের সময়ে সাদী ছিলেন পরীমণির পাশে, এমন কথাও বলেছিলেন তিনি নিজে।
তবে বর্তমান পরিস্থিতি বলছে, তাদের সম্পর্কে মান-অভিমান চলছে। এটা সাময়িক, না স্থায়ী- তা সময়ই বলে দেবে।
Manual1 Ad Code
Manual7 Ad Code