আজ শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিকদের নিয়ে ইবিতে স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব

editor
প্রকাশিত মে ১, ২০২৫, ০২:৩৯ অপরাহ্ণ
শ্রমিকদের নিয়ে ইবিতে স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব

Sharing is caring!

Manual6 Ad Code
আবির হোসেন,ইবি প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসবের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক নির্মান শ্রমিককে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে তাদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও মৌসুমি ফল তরমুজ বিতরণ করা হয়। এরআগে তাদেরকে নিয়ে হাঁড়িভাঙ্গা খেলার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল, সাজ্জাতুল্লাহ শেখ ও ইসমাইল হোসেন রাহাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, কৃষক- শ্রমিকরা আমাদের দেশের মূল স্টেকহোল্ডার হলেও রাষ্ট্রীয় পর্যায় থেকে এই শ্রমিক শ্রেণির মানুষদের তেমন কোনো স্বীকৃতি দেওয়া হয় না। জুলাই গণঅভ্যুত্থানেও অনেক শ্রমিক প্রাণ হারিয়েছে। তারা আহত ছাত্র-জনতাকে সাহায্য-সহায়তা করেছে। কিন্তু অভ্যুত্থানের পরে তাদের অবদান তুলে ধরা হচ্ছে না। এছাড়াও আমাদের সমাজে মালিক-শ্রমিক একটা দূরত্ব রয়েছে। এই দূরত্ব আমাদের কমাতে হবে। আমরা সবাই মানুষ, আমরা সবাই এক। শ্রমিকদের কর্মঘণ্টা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা এখনও শ্রমিক এবং মালিকের পার্থক্য ঘুচাতে পারিনি। পৃথিবীর শোষিত মানুষের অধিকার আদায়ে শ্রমিক শ্রেনীরা সবসময় আন্দোলন করে। এই শ্রমিকদের ঘামে মিশে আছে আমাদের উন্নয়ন। তাতের ঘামেই মিশে আছে আমাদের সুন্দর পৃথিবী। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মূল স্প্রিট হলো বৈষম্য নিরসন। শ্রমিকদের জন্য বাংলাদেশে কোনো আইনি সুরক্ষা নেই। শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের সচেতন হতে হবে। শ্রমিকদের কোনো শ্রেনীতে বিভক্ত না করে তাদের সঙ্গে মানুষ হিসেবে আচরণ করতে হবে।
Manual1 Ad Code
Manual3 Ad Code