আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারী বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দুই জনের কাছ থেকে জরিমানা আদায় 

editor
প্রকাশিত মে ৮, ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ণ
নীলফামারী বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দুই জনের কাছ থেকে জরিমানা আদায় 

Sharing is caring!


Manual5 Ad Code
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বুধবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের তত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন, নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ। দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
অভিযানকালে সরকারী আদেশ অমান্য করায় সাজ্জাদ ইসলাম ও হোসেন আলী নামে দুই যুবকের কাছ থেকে ১হাজার করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম জানান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কাগজ পত্র পরীক্ষা নিরিক্ষাসহ মোটর যান সংক্রান্ত বিভিন্ন দাফতরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
Manual2 Ad Code

তিনি বলেন, সকাল থেকে ছদ্মবেশে অনুসন্ধান চালিয়ে বিআরটিএ কার্যালয়ে আগত সেবা গ্রহীতাদের ব্যাঘাত সৃষ্টি করায় দু’জনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষনিক ভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code