আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবিধানে চতুর্থ সংশোধনী , হাইকোর্টের রুল

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০৭:৩১ অপরাহ্ণ
সংবিধানে চতুর্থ সংশোধনী , হাইকোর্টের রুল

Sharing is caring!

টাইমস নিউজ 

সংবিধানের চতুর্থ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও জাতীয় সংসদের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনী আনা হয়। চতুর্থ সংশোধনী আইন ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় শাসনপদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত শাসনপদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয়। ওই সংশোধনী আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মো. মোফাজ্জল হোসেন (মুক্তিযোদ্ধা) হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করে।