আজ বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮: পুলিশ

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮: পুলিশ

Oplus_16908288

Sharing is caring!

সিনিয়র প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন ও গোয়েন্দা পুলিশ (ডিবি) আটজনকে গ্রেপ্তার করেছে।
এ নিয়ে আজ বিকেল পৌনে ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত।
পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। এরপর ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।