আজ বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সেনা অভিযানে সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় সেনা অভিযানে সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
ঢাকার অপরাধজগতের ত্রাস ও দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়ার একটি বাসা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
এ সময় তার সঙ্গে থাকা তার সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ২টি পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। এর আগে সেনা বাহিনীর চৌকস সদস‍্যদের একটি দল বাসাটি ঘিরে রাখে। দুজনকেই ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
সূত্র বলছে, আজ যে কোনো সময় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হতে পারে।