আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ০২:৪২ অপরাহ্ণ
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

Oplus_16908288

Sharing is caring!

Manual8 Ad Code
সদরুল আইনঃ
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুরের সাব-রেজিস্টার অফিস তাদের আটক করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়।
জানা যায়, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর জেলার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের আটক করে ছাত্র-জনতা।
এ সময় তাদের শাস্তির দাবিতে ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
হীরা প্রথম সংসদ নির্বাচন করেন ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে করলেও প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত হওয়া সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে।
তিনি ২০০১ ও ২০০৮ সালে পুনরায় বিএনপির সিরাজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯ সালে হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে মহাজোটের শরীক জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
১ মার্চ দশম সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দলীয় নির্দেশে প্রত্যাহার করে নেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code