আজ শনিবার, ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি ও মসজিদের রড আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

editor
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ণ
চাঁদাবাজি ও মসজিদের রড আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

চাঁদাবাজি ও মসজিদের রড আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

Sharing is caring!

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতাঃ
পটুয়াখালীর মীর্জাগঞ্জে চাঁদাবাজি ও মসজিদের রড আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সবশেষ বৃহস্পতিবার (৩১ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাতে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাহাদাত হোসেন (৪০) মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কাঠালতলী গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছে পাঁচ হাজার, ব্যবসায়ী খুশি আক্তার ও দফাদার মো. শফিকুল ইসলামের দোকানে তালা মেরে  চাঁদা দাবি করে আসছিলেন মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন।
এছাড়াও তিনি কাঠালতলী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মসজিদের ৫০০ কেজি রড জোরপূর্বক নিয়ে যান।
পরে আমিনুল ইসলাম তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার রাত ১১টার দিকে কাঠালতলী এলাকায় অভিযান চালান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এ সময় কাঠালতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।