আজ শুক্রবার, ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার

editor
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—মিন্ট নায়েক ওরফে কৃষ্ণ, পিতা-মানিক নায়েক, ঠিকানা: খাইছড়া চা বাগান, ১২নং লাইন, শ্রীমঙ্গল। কিশোর হাজরা, পিতা-ধারু হাজরা এবং
বিকাশ হাজরা, পিতা-সুধাম হাজরা — উভয়ের ঠিকানা: ভাড়াউড়া চা বাগান, দক্ষিণ লাইন, শ্রীমঙ্গল।

২০২২ সালের জুলাই মাসে শ্রীমঙ্গলের হুসনাবাদ চা বাগান এলাকায় একটি বিশেষ অভিযানে তাদেরকে বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (জিআর ২২১/২২) দায়ের করা হয়।

উক্ত মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

গ্রেফতারের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।