দক্ষিণ চট্টলার লোহাগাড়া-সাতকানিয়ার বাইকার্সদের নিয়ে গঠিত অন্যতম মানবিক সংগঠন এলএস বাইকার্স এর উদ্যোগে সড়কে দূর্ঘটনা প্রতিরোধে ঝুকিপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকা হতে সাতকানিয়া উপজেলার জাফর আহমদ কলেজ পর্যন্ত বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকায় এ জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়।
এলএস বাইকার’স এর প্রধান উদ্যোক্তা মোহাম্মদ আব্দুর রহিম, ফাহাদ চৌধুরী, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ মিজানুর রহমান, এস এম চিশতি, মোঃ ওমর, মোঃ আহাদ, মোঃ হোসাইন, মোঃ সান এর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝুকিপূর্ণ এলাকায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
এসময় সংগঠনের প্রধান উদ্যোক্তা আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলামসহ দোহাজারী হাইওয়ে থানা ও লোহাগাড়া ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ।