আজ বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধ দমনে  ওসি`র নির্দেশনা

editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ
অপরাধ দমনে  ওসি`র নির্দেশনা

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন ধরণের অপরাধ দমাতে পাশাপাশি সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে আনতে  কঠোর অবস্থানে লোহাগাড়া থানা পুলিশ। অপরাধমুলক কর্মকান্ড হতে সবাইকে সচেতন হতে হবে। কোন ধরণের অপরাধ সংগঠিত হলে থানা পুলিশকে খবর দিতে হবে। কোন অন্যায়, অপরাধীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান।

তিনি এ বিষয়ে সচেতন করতে, অপরাধ প্রবণতা কমাতে নির্দেশনা দিয়েছেন তা তুলে ধরা হল

*রাত্রিবেলা অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না।
* লোহাগাড়া এলাকায় সকল ফুটবল টুর্নামেন্ট বারোটায় বন্ধ হয়ে যাবে।
*এলাকায় সন্দেহভাজন লোকজন দেখার সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানান।
*অপ্রয়োজনে চা দোকান কিংবা রেস্টুরেন্ট খোলা রাখবেন না। অপরাধীরা এটা সুযোগ নিয়ে থাকে।
*আপনার এলাকায় পুলিশ ডিউটিতে নিয়োজিত পার্টির অফিসারের নাম ঠিকানা ও ফোন নাম্বার সংগ্রহ করে রাখুন।
*সিদ্ধান্ত নিয়েছি রাত্রি কালিন সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করলে থানায় নিয়ে আসা হবে এবং যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
*চুরি ডাকাতি ছিনতাই প্রবণতা কমানোর জন্য নিজেরা নিজেদের এলাকায় নিয়মিত পাহারার ব্যবস্থা করুন।
*আপনার মোটরসাইকেল যেখানেই রাখুন, ডাবল লক করে রাখবেন।
*ব্যক্তিগত সিসি ক্যামেরা স্থাপন করে মনিটরিং অব্যাহত রাখুন।
*আমরা পুলিশ এবং সম্মানিত এলাকাবাসী যদি একসাথে কাজ করি কোন অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা নেই।

অপরাধ দমন ও যেকোনে দুঃসময়ে লোহাগাড়া থানা সব সময় জনগণের পাশে আছে বলেও জানান তিনি।