শনিবার (২৩ আগস্ট) দুপুরে ধোপাপাড়া গ্রামের হাফিজ মাস্টারের আমবাগানে এই অভিযান চালানো হয়। রাজশাহী বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল এ নিষ্ক্রিয়করণ কাজ সম্পন্ন করে।
পুঠিয়া থানার ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, “৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মোটর শেলটি দীর্ঘদিন ধরে থানায় সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশে আজ এটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।”
অভিযানের সময় থানার পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিষ্ক্রিয় করার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। দীর্ঘদিনের ঝুঁকি অবসানের খবরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে ধন্যবাদ জানান।