Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৮)। তিনি বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (৩১ আগষ্ট) দিবাগত রাত বড়লেখা থানার এসআই মো. আব্দুর রাকিব সঙ্গীয় ফোর্সসহ ফকিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুজিবুর রহমানকে আটক করেন। এসময় আটককৃত ব্যক্তির হেফাজত হতে ১০ বোতল ভারতীয় মদ ( Officer’s Choice PREMIUM Whiskey) এবং ১২টি পলিথিনে মোড়ানো ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত আসামিকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।