চট্টগ্রামের লোহাগাড়ায় যাটজট নিরসনে ফুটপাত হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে লোহাগাড়া থানা প্রশাসন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বটতলী স্টেশনে যানজট নিরসনে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নের্তৃত্বে এ উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন, এস আই কামাল, লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ হাসানুজ্জামান হায়দার, লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম প্রমূখ।
এসময়ে (ওসি) আরিফুর রহমান বলেন, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যস্ত শহর লোহাগাড়া বটতলী স্টেশন৷ যানজট যেন অত্র এলাকার নিত্যদিনের সমস্যা। ফুটপাত দখল করে যেন যাটজটের মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে। তাই যানজট নিরসনের প্রাথমিক সমাধানের অংশ হিসেবে ফুটপাত দখনমুক্ত করার অভিযান চলবে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।