চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৪ সেপ্টেম্বর ) রাতে উপজেলার বড়হাতিয়া সেনেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ ধারায় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা এবং মূল্য তালিকা না টানানোয় তাদেরকে জরিমানা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন।