আজ বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরীতে কোন অবৈধ যানবাহন চলাচল করবে না, অবৈধ স্ট্যান্ড থাকবে না:পুলিশ কমিশনার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
সিলেট নগরীতে কোন অবৈধ যানবাহন চলাচল করবে না, অবৈধ স্ট্যান্ড থাকবে না:পুলিশ কমিশনার

Sharing is caring!

উৎফল বড়ুয়া সিলেট:
সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভা কক্ষে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী,পিপিএম এর সভাপতিত্বে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় এসএমপি পুলিশ কমিশনার বলেন, আগামী সোমবার ২২ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে কোন অবৈধ যানবাহন চলাচল করবে না, অবৈধ স্ট্যান্ড থাকবে না সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় তা সমাধানে আশ্বাস প্রদান করেন। পুলিশ কমিশনার সভায় উপস্থিত পরিবহন সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন,আমাদের এই শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে হলে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন গাড়ি, ডুপ্লিকেট লাইসেন্সধারী ও চোরাই গাড়ি, অবৈধ অটোরিকশা এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। স্ট্যান্ড ব্যতীত কোনো যানবাহন যত্রতত্র পার্কিং করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”তিনি আরও জানান, আগামী ২১ সেপ্টেম্বর এর মধ্যে এসব অবৈধ যানবাহন মেট্রোপলিটন এলাকা থেকে সরিয়ে নিতে হবে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।বাহির থেকে নগরীতে চিকিৎসা ও অন্যান্য সেবার জন্য আগত যাত্রীদের নির্দিষ্ট কিছু গাড়িতে উঠতে বাধ্য করে অতিরিক্ত ভাড়া চাওয়া হয়। এজন্য সিলেট মেট্রোপলিটন এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন বিকাল ৫:০০ ঘটিকা হতে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ থাকবে। রাত ১০:০০টা থেকে সকাল ৮:০০টা পর্যন্ত নগরীতে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান প্রবেশ করতে পারবে। সময়সীমা অতিবাহিত হওয়ার পর কোনো কাভার্ডভ্যান, ট্রাক শহরে প্রবেশ করতে পারবে না।অবৈধ সিএনজি ড্রাইভারা ছিনতাই কাজের সাথে জড়িত তাই অবৈধ গাড়ি গুলো সরালে অপরাধ কমে আসবে।
আমরা আমেরিকার মতো একটি ব্যবস্থা করব পরপর তিনবার জরিমানার শিকার হলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।”আমাদের সব সিদ্ধান্তের মূল লক্ষ্য জনগণকে নিরাপত্তা ও সেবা দেওয়া।এই সিদ্ধান্তে কারো সুবিধা হবে, কারো অসুবিধা হতে পারে; তবে বৃহত্তর স্বার্থে এটি মেনে নেওয়া প্রয়োজন। সিলেট মহানগরীকে একটি নিরাপদ ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন এসএমপি‘র বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।