আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ২৭ জন নির্বাচিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ২৭ জন নির্বাচিত

Sharing is caring!

Manual8 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual6 Ad Code

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ২৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ২৭ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা।

নির্বাচিত ২৭ জনের মধ্যে নারী ১ জন এবং পুরুষ ২৬ জন। এছাড়া অপেক্ষমান হিসেবে আরও ৫ জনকে রাখা হয়েছে।

Manual1 Ad Code

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত দুইটি নিয়োগের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোন প্রকার স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব ছাড়া ৯৫০ জনের মধ্য থেকে কয়েকটি ধাপে এই ২৭ জনকে নির্বাচিত করা হয়েছে। আমি আশা করব নির্বাচিত প্রত্যেকেই জনমানুষের পুলিশ হিসেবে ভবিষ্যতে কাজ করবে।’

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ৩৩৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। আজ সকাল থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অভিভাবকসহ সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।

Manual4 Ad Code

এসময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ নিয়োগ কার্যক্রমে যুক্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Manual1 Ad Code
Manual2 Ad Code