নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রাথুরা এলাকায় মাদক বিরোধী অভিযানে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শহিদুল ইসলাম শহীদ (৩৭), পিতা আব্দুল খালেক এবং মোঃ মিলন (২৬), পিতা রফিকুল ইসলাম; দু’জনই রাথুরা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নাগরপুর থানায় মামলা (নম্বর-১৩, তারিখ-২২/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬ সালের ১৮ অক্টোবর নাগরপুর থানায় এফআইআর নং-২১ (ধারা-৪৪৮/৩২৩/৩৭৯/৫০৬/৩৪, পেনাল কোড ১৮৬০) এবং একই বছরের ২৬ মে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় এফআইআর নং-২১/৮৬ (ধারা-১৯(১) এর ৭(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০) মামলা দায়ের করা হয়েছিল।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন,“নাগরপুরে মাদককে জিরো টলারেন্সে আনার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। তারপরও আজ ইয়াবাসহ দুই জনকে রাথুরা থেকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”
নাগরপুর থানা পুলিশের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান ও সচেতনমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, পুলিশের এমন উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে এবং অপরাধ কমে আসছে।