Sharing is caring!
দোয়েল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘা উপজেলা সদরে বাঘা বাজারের পৌর মার্কেটের “মুনির এন্ড ব্রাদার্স” এর মুদি দোকানে চুরির সাথে জড়িত বাজারের ৫জন নৈশ প্রহরীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়,তাদের স্বীকারোক্তি মোতাবেক নিজ হেফাজতে রাখা চুরি যাওয়া বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হলো-বাঘা উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মৃত আবু বক্কর সরকারের ছেলে তাহাজ্জত আলী (৪৫), পরসাওতা-বিনোদপুর গ্রামের মৃত তমেজ মন্ডলের ছেলে আঃ মান্নান (৫০), মহদীপুর (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত কুলিমুদ্দিনের ছেলে হজিমুদ্দিন (৪০), জোত কাদিরপুর গ্রামের মৃত সোহরাব মণ্ডলের ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) ও জোত কাদিরপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (৩০)। তারা সকলেই ওই বাজারে নৈশ প্রহরী হিসেবে নিযুক্ত ছিল।
“মুনির এন্ড ব্রাদার্স” এর স্বত্তাধিকারি মুনির হোসেন জানান, গত সোমবার (১০ নভেম্বর’২৫ দিবাগত রাতে তার দোকানের তালা খুলে সিগারেট,সুপারি,এলাজ ও জিরাসহ আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়। পাশের দোকানের সিসি ক্যামেরায় ধারণ হওয়া দৃশ্যে চোরদের চেহারা দেখে সনাক্ত করেন। পরে থানায় লিখিত অভিযোগ করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা সহকারি পরিদর্শক(এসআই) প্রদ্যুৎ কুমার প্রামানিক জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিল্লেষণ করে চোরদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক নৈশ প্রহরির টিম লিডার তাহাজ্জতের নিজ বাড়ি থেকে চুরি যাওয়া পণ্য উদ্ধার করা হয়। তারা সবাই বাঘা বাজারে নৈশ প্রহরির কাজে নিযুক্ত ছিল।
পরিদর্শক (তদন্ত) সু প্রভাত মন্ডল জানান,মামলা দায়ের করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।