আজ রবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গ্রেফতার

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:১৬ অপরাহ্ণ

Sharing is caring!


Manual5 Ad Code

জাহিদুল আলম, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা’র দবলার  চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এনামুল কবীর খানকে  বিস্ফোরক আইনে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।

রবিবার   (১৫ ডিসেম্বর)রাত ১১ টায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে  রবিবার (১৫ ডিসেম্বর ) রাত ৭ টার দিকে উপজেলার ছিলিমপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়
জানা যায় ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কেন্দুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে আশ্রয় নিলে কর্মীরা গেট ভেঙে ভেতরে ঢোকে এবং ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। অতর্কিত এই হামলায় ব্যাপক ভাঙচুর হয়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়।

Manual2 Ad Code

এজাহারে আরও বলা হয়, সে সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীকে সন্ত্রাসীরা শার্টের কলার ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত এনামুল কবীর  খান ঐ মামলার এজাহারভুক্ত আসামি।

Manual3 Ad Code

বুধবার (২০ নভেম্বর) গভীর রাতে কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

Manual1 Ad Code

কেন্দুয়া থানার পরিদর্শক মিজানুর রহমান  বলেন,আসামি এনামুল কবীর খান কে. গত ২০ নভেম্বর বাদে আঠারোবাড়ি গ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনের করা বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হবে।আসামি এনামুল হককে আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে  আদালতে পাঠানো হবে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, মামলার পর আসামিরা গা ঢাকা দেয়। তবে পুলিশ পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রবিবার  রাতে ছিলিমপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলামান রয়েছে।
গ্রেফতার এনামুল কবীর খান   কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের  ছিলিমপুর গ্রামের সাবেক চেয়ারম্যান  মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ।

Manual1 Ad Code
Manual2 Ad Code