Sharing is caring!
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ রোববার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা।
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আজ সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার ও গণকবরে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।