Sharing is caring!
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আজ রোববার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন।
রবিবার সকালে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান মোহাম্মদ বিল্লাল হোসেন।
এসময় ডিআইজিকে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি মৌলভীবাজার জেলা ডিএসবিতে কর্মরত অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করেন।
পরবর্তীতে ডিআইজি ডিএসবি অফিসের বিভিন্ন রেজিস্ট্রার ও নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।