আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে আওয়ামী লীগ নেতা সিজুকে গ্রেফতার করেছে থানা পুলিশ

editor
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ
নাগরপুরে আওয়ামী লীগ নেতা সিজুকে গ্রেফতার করেছে থানা পুলিশ

Sharing is caring!

Manual6 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
 টাঙ্গাইলে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সজিবুল হুদা সিজু (৪১) গ্রেফতার।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ।তিনি উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবারিয়া গ্রামের মৃত গোলাম মোস্তফা ওরফে গোলাম মাস্টারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সিজু সলিমাবাদ ইউনিয়নের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, ইয়াবা ব্যাবসা, নারী ও শিশু অপহরণ ও হত্যার চেষ্টাসহ কমপক্ষে ৮ টি মামলা রয়েছে।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সিজু বাহিনীর প্রধান মো. সাজিবুল হুদা সিজু কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Manual1 Ad Code
Manual5 Ad Code