আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে ৮৭১ পিস ইয়াবা উদ্ধার: যুবদল নেতা সহ গ্রেফতার -২

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০৭:১২ অপরাহ্ণ
জুড়ীতে ৮৭১ পিস ইয়াবা উদ্ধার: যুবদল নেতা সহ গ্রেফতার -২

Sharing is caring!

Manual5 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ীঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে যুবদল নেতাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৮৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী চুঙ্গাবাড়ি সড়কের ১৮৩৪ মেইন পিলার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন ফুলতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও মতিনপুর গ্রামের আসাবুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) ও একই গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজি চালক মোঃ ইমরান (২০)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী চুঙ্গাবাড়ি সড়কের ১৮৩৪ মেইন পিলার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা ইউনিয়নের মতিনপুর গ্রামের আসাবুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) ও একই গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজি চালক মোঃ ইমরান (২০) কে ৮৭১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা মতিনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৫) পালিয়ে যায়।
যুবদল নেতার বিষয়ে জানতে চাইলে ফুলতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বলেন, আটককৃত ব্যক্তি যুবদলের কমিটিতে থাকলে আমরা তাকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দ্রুত বহিষ্কার করব।
জুড়ী থানার ওসি মোরশেদুল আলম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।
Manual1 Ad Code
Manual6 Ad Code