আজ রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক-১

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে ইয়াবাসহ আটক-১

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল ) রাতে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকার যাত্রী ছাউনি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, আটককৃত শাহিন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।