আজ শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ
টেকনাফে এপিবিএন পুলিশের ওপর হামলা, আহত ৩

Oplus_16908288

Sharing is caring!

Manual1 Ad Code
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতাঃ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এসময় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর।
জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলার সময় একটি সিএনজি (অটোরিকশা) নিয়ে স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছিলেন।
 চেকপোস্টে তল্লাশিকালে এপিবিএন পুলিশের সদস্যরা সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আলিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে এপিবিএন পুলিশের সদস্য এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীরে ওপর পর্যায়ক্রমে মারধর শুরু করেন। পরবর্তীতে তাদের আরও কয়েকজন সহযোগী এসে লাঠি হাতে হামলা করেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।
উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিন সহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন।
এ সময় পুলিশ কর্মকর্তা সহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Manual1 Ad Code
Manual2 Ad Code