আজ রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তেজতুরী বাজার মৌজার অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধনে ভূমি উপদেষ্টা

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual2 Ad Code

কামরুজ্জামান হিমু 

Manual4 Ad Code

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের চলমান শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে ভূমি মালিকদের দায়িত্বশীল সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন আয়োজিত তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় ভূমি মালিকগণ বক্তব্য রাখেন।
ভুমি উপদেষ্টা বলেন, ভূমিসেবা পুরোপুরি হয়রানি ও জনবান্ধব করতে মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। দেশে-বিদেশে যে কোন স্থান থেকে এসব সেবা ঘরে বসে বা কলসেন্টারের মাধ্যমে সেবা গ্রহণ করা যাচ্ছে। তিনি বলেন, এলডি ট্যাক্স শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, ভূমিসেবা ক্যাম্পে কর পরিশোধ কার্যক্রমে মালিকগণ সন্তোষ প্রকাশ করেছেন, এতে করে সাধারণ মানুষ অনলাইনে সেবা গ্রহণে আরো অনুপ্রাণিত হবেন।
ভূমি সিনিয়র সচিব বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর সারাদেশের মানুষের জন্য ভূমিসেবা দোরগোড়ায় পৌছে দিতে পাইলটিং হিসেবে তেজগাঁও এর তেজতুরী বাজার মৌজাকে মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজা দ্রুত অনলাইনে শতভাগ ভূমিসেবা চালু করা হবে। তিনি ভূমি মালিকদের এ সেবা কার্যক্রমে অংশ নিয়ে এলডি ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালিকানা নিশ্চিতকরণের পরামর্শ দেন।
সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও নির্ঝঞ্ঝাট ভূমিসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। এর অংশ হিসেবে ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবাকে পাইলটিং-এর আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ভূমি উন্নয়ন কর সেবা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।এ মৌজার সকল হোল্ডিং ইতোমধ্যে সিস্টেমে এন্ট্রি হয়েছে। ২,৫০০ এর অধিক ভূমি মালিককে ‘ভূমিসেবা কলসেন্টার‘ থেকে কল করে বকেয়া কর পরিশোধের বিষয়ে অনুরোধ করা হয়েছে। এখনও অনলাইন সিস্টেমে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি, এরকম প্রায় ২,৫০০ ভূমি মালিককে ভূমি উন্নয়ন কর দেয়ার বিষয়ে এলাকায় মাইকিং করে, মসজিদে জুমআর নামাজের খুৎবার পরে বয়ানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সিস্টেমে নিবন্ধনের প্রয়োজনে সকল ভূমি মালিকের তথ্য ভূমি কর্মী ও এমবাসেডরগণ স্বেচ্ছাসেবক হিসেবে বাড়ি-বাড়ি গিয়ে সংগ্রহ করছেন। ভ্রাম্যমাণ ভূমিসেবা ও ক্যাম্প স্থাপনের মাধ্যমে তেজতুরী বাজার মৌজার হটস্পটগুলোতে নাগরিকদের স্থানীয়ভাবে সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নাগরিক সচেতনতা বাড়াতে এলাকার স্কুল-কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভূমি কুইজ, স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা, স্থানীয় নাগরিকের ভূমি বিষয়ক সমস্যা বা অভিযোগ শোনার জন্য ভূমি আড্ডা ও সোশ্যাল মিডিয়া লাইভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ও মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
তেজতুরি বাজার মৌজার যে কোন নাগরিক www.ldtax.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে এ মৌজায় অবস্থিত হোল্ডিং এর এলডি ট্যাক্স ঘরে বসেই নির্বিঘ্নে ও শতভাগ অনলাইনে দিতে পারবেন এবং সাথে সাথে দাখিলা পেয়ে যাবেন। ঘরে বসে নাগরিক-কর্তৃক পরিশোধিত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে অটোমেটেড চালানের মাধ্যমে।
পরে ভূমি উপদেষ্টা অনলাইনে এলডি ট্যাক্স প্রদানকারী, ভূমি কুইজ বিজয়ী, ভূমি কর্মী ও এ্যাম্বাসেডরদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। তিনি নাগরিক ভূমিসেবা ক্যাম্পের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন ও আগত ভূমি মালিকদের সাথে কথা বলেন।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code