আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ননএমপিও শিক্ষকদের

editor
প্রকাশিত জুন ২১, ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ণ
দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ননএমপিও শিক্ষকদের

দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ননএমপিও শিক্ষকদের

Sharing is caring!


Manual5 Ad Code
নিজস্ব প্রকিবেদক:
স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠন।
শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা এসেছে।
ঐক্য পরিষদের কেন্দ্রীয় সন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল আমরা কাফনের কাপড় পড়ে এই রাজপথে অবস্থান করব।
সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা এই কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছি, হয় আপনারা এমপিও দেবেন নইলে আমরা ঢাকা থেকে ফেরত যাব না, লাশ হয়ে ফেরত যাব।’
আন্দোলনের ঘোষণা দিয়ে ঐক্য পরিষদের এই নেতা বলেন, ‘সকল ননএমপিও ভুক্ত ভাইদের বলব, কাল রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল অলি-গলিতে সমবেত হোন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দূর্বার আন্দোলনের আর কোনো বিকল্পন নেই।’
তিনি বলেছেন, মে মাসের পর জুনও চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।তারা এই দাবিদাওয়ার পরিসমাপ্তি দেখতে চান বলে মন্তব্য করেছেন ফরহাদ হোসেন তালুকদার।
‘এভাবে আর চুপ করে বসে থাকব না। আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি যেটা বুধবার শেষ হয়েছে। সরকার যখন আমাদের কথা শুনছে না, সরকারকে জানিয়ে দিতে চাই, এমপিওভুক্ত না করলে আমরা ঢাকার রাজপথে কাফনের কাপড় পরে অবস্থান নেব।’
এদিন সকাল ১০টা থেকে ননএমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। প্রায় শতাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচিতে বসেন।
শিক্ষকরা বলেছেন, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নেওয়াকে রাষ্ট্রের এক নাম্বার অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করেছে তার মধ্যে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি।
ফরহাদ হোসেন তালুকদার বলেছেন, এদিন রাত থেকে তারা লাগাতার কর্মসূচিতে অবস্থান নেবেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code