আজ সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক আন্দোলনে আহত সেই শিক্ষিকার মৃত্যু

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ০৭:০৫ অপরাহ্ণ
শিক্ষক আন্দোলনে আহত সেই শিক্ষিকার মৃত্যু

Sharing is caring!

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজধানীতে অসুস্থ হয়ে পড়া শিক্ষক ফাতেমা আক্তার মারা গেছেন।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code

শিক্ষক নেতারা অভিযোগ করেন, ৮ নভেম্বর রাজধানীতে শিক্ষকদের পদযাত্রা চলাকালে পুলিশের ছোড়া ‘সাউন্ড গ্রেনেডে’ আহত হয়েছিলেন ফাতেমা আক্তার। হাসপাতালে ভর্তি থাকার পর আজ তার মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, ৮ নভেম্বর আন্দোলনস্থলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ফাতেমা আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই আজ তিনি মারা যান।

Manual1 Ad Code

ফাতেমা আক্তার চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা ডি. এম. সোলেমানের স্ত্রী।

ফাতেমা আক্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষক সংগঠনের নেতারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ ফেসবুক পোস্টে লেখেন, ‘দশম গ্রেড আন্দোলনের এক সাহসী যোদ্ধাকে হারালাম। মতলব উত্তরের গর্ব ফাতেমা আক্তার আমাদের ছেড়ে গেলেন।’

Manual3 Ad Code

 

 

Manual4 Ad Code

তথ্য সুএঃ ইত্তেফাক 

Manual1 Ad Code
Manual5 Ad Code