আজ বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ দিনের লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ণ
১৪ দিনের লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

Sharing is caring!

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

১৪ দিনের লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
দেশের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা এখন শেষ পর্যায়ে। পরীক্ষা শেষ হলেই শুরু হবে দীর্ঘ ছুটি, যা চলবে বছরের শেষ পর্যন্ত। নতুন বছরের শুরুর দিকে বিদ্যালয়গুলো আবার খুলবে এবং শিক্ষার্থীরা হাতে পাবে নতুন বই।

ডিসেম্বরে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা লম্বা ছুটি উপভোগ করবেন।

Manual6 Ad Code

প্রাথমিক বিদ্যালয়
বিদ্যালয় প্রধানের অধীনে থাকা অতিরিক্ত ৩ দিনের ছুটি মিলিয়ে ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ৭৮ দিনের ছুটি নির্ধারিত ছিল। ডিসেম্বরের বড় ছুটি দিয়ে সেই তালিকার সমাপ্তি ঘটছে।

শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক স্তরের ছুটি শুরু হবে ১১ ডিসেম্বর এবং শেষ হবে ২৫ ডিসেম্বর। এ সময় ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন বাধ্যতামূলক। পাশাপাশি ২১–২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা।

মাধ্যমিক বিদ্যালয়
মাধ্যমিক স্তরের ছুটির ঘোষণায় বলা হয়েছে, ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকলেও মূল ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। এ ছুটি চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

ছুটি শেষে 28 ডিসেম্বর থেকেই শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। একইভাবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

Manual1 Ad Code

সরকারি-বেসরকারি কলেজ
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে, এর আগে ১২–১৩ ডিসেম্বর নিয়মিত সাপ্তাহিক ছুটি। কলেজগুলোও ২৮ ডিসেম্বর পুনরায় খুলবে। বিজয় দিবস উদ্‌যাপনে কলেজগুলোতে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে সকল শিক্ষক-শিক্ষার্থীর জন্য।

মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুসারে, স্বতন্ত্র, এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক বন্ধ থাকবে। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। মাদরাসা পর্যায়েও দুই ধাপে বৃত্তি পরীক্ষা নেওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

 

Manual8 Ad Code

 

 

তথ্য সুএঃ জনকণ্ঠ 

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code