আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাপি নিউ ইয়ার উপলক্ষ্যে শিল্পী কামাল আহমেদ এর এ্যালবাম “প্রেমকাব্য” প্রকাশিত

editor
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:৫১ অপরাহ্ণ
হ্যাপি নিউ ইয়ার উপলক্ষ্যে শিল্পী কামাল আহমেদ এর এ্যালবাম “প্রেমকাব্য” প্রকাশিত

Sharing is caring!

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:

হ্যাপি নিউ ইয়ার ২০২৬ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর ৩৩তম অডিও এ্যালবাম “প্রেমকাব্য” প্রকাশিত হবে। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হবে। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জ্বকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। এই এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। শিল্পী কামাল আহমেদের প্রেমকাব্য এ্যালবামটি আধুনিক পর্যায়ের ১২টি গান নিয়ে সাজানো হয়েছে। এ্যালবামের গানগুলো হলো-

যাকে স্বপ্নে দেখি কতো কাব্য লিখি, গীতিকার: অচিন্ত্যকুমার ভৌমিক, সুরকার: ইবনে রাজন।

Manual6 Ad Code

তার চোখে চোখ পড়লে মিষ্টি হাসে, গীতিকার: অচিন্ত্যকুমার ভৌমিক, সুরকার: পান্না দাস।

মেঘ রঙা শাড়ীতে তোমাকে মানায় ভালো, গীতিকার। মোঃ রফিকুল ইসলাম ইরফান, সুরকার: উজ্জ্বল সিনহা।

আমি যদি সূর্য হতাম, গীতিকার। প্রসেনজিৎ ওঝা, সুরকার আলী আকবর রুপু।

গল্প হোক তোমায় নিয়ে, গীতিকার: মুন্সী ওয়াদুদ, সুরকার: ইবনে রাজন।

তোমার ঘরে ফিরবো আমি, গীতিকার: মোহাম্মদ শাহাদাৎ হোসেন শাওন, সুরকার শান সায়েক।

আবার হয়তো আসবো তোমার আঙিনায়, গীতিকার: আবিদা রহমান, সুরকার: আনিসুর রহমান তনু।

Manual1 Ad Code

আমি সাগর তুমি নীলাকাশ, গীতিকার: জাহাঙ্গীর আলম তালুকদার, সুরকার: অসিত বিশ্বাস।

এখন অনেক রাত কখন ডুবেছে চাঁদ, গীতিকার: আব্দুল হাই আল হাদী, সুরকার: পান্না দাস।

সাগর যেখানে শেষ তুমি সেখানে, গীতিকার: ওসমান শওকত, সুরকার: মোঃ শাহ নেওয়াজ।

মনে পড়ে তোমাকে নেই তুমি কাছে যে, গীতিকার: পলাশ রহমান, সুরকার: পলাশ রহমান।

শ্রাবণ রাতে তোমার কথা, গীতিকার। শাফাত খৈয়াম, সুরকার: সাদেক আলী।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেইএকে একে তার ৩৩টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য এ্যালবামগুলো হলো:

০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০) ০৫. নিঃশব্দ চরনে (মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১) ০৬. গোধূলি (হারানো দিনের গান) A Tribute to Kishor Kumar (২০১২) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫) ১০. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১১. বালুকা বেলায় (হারানো দিনের গান) A Tribute to Hemanto Mukherjee (২০১৬) ১২. অধরা (আধুনিক গান) (২০১৬) ১৩. গানের তরী (তিন কবির গান) (২০১৬) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯) ১৬. নীল সমুদ্র (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২০) ১৭. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ১৮. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ১৯. স্মৃতির শহরে (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২২) ২০. তোমায় গান শোনাব (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২১. শ্রাবণঘনগহন মোহে (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২২. জন্মভূমি (দেশাত্মবোধক গান) (২০২২) ২৩. তুমি সন্ধ্যার মেঘমালা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৪. দেশের মাটি (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৫. বিশ্বভরা প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৬. স্বরলিপি (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২৪) ২৭. স্বর্ণালী গোধুলি (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২৪) ২৮. বনলতা সেন (কবি জীবনানন্দ দাশ’র কবিতার গান) (২০২৪) ২৯. পুনশ্চ ভালোবাসা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৫) ৩০. অধরা (আধুনিক গান) (২০২৬)

শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। উল্লেখযোগ্য

এ্যাওয়ার্ড গুলো হলো:

সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)।

অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭)।

বীর শহীদ বীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)।

ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)।

রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)।

জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)।

আকাশ মিডিয়া ভূবন সম্মাননা (২০২২)।

“ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩)।

Manual7 Ad Code

“দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিক আর্টস অ্যাওয়ার্ড (২০২৩) (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

Manual4 Ad Code

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Manual1 Ad Code
Manual6 Ad Code