Sharing is caring!
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের রেজিস্ট্রার, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর শিক্ষা সাহিত্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা.তুহিন বড়ুয়া তমাল সহকারী অধ্যাপক (পেডিয়েট্রিক্স) পদে পদোন্নতি লাভ করায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ – সিলেট অঞ্চল আন্তরিক সংবর্ধনা প্রদান করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) সিলেট মহানগরীর কাজশাহস্থ কমফোর্ট মেডিকেল সার্ভিস অডিটোরিয়াম যুব পরিষদ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এছাড়া ডা. তুহিন বড়ুয়া এর পদোন্নতিতে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটি, সকল অঞ্চল কমিটি, বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা, মানব কল্যাণে ধম্মকথা, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, দৈনিক ইনফো বাংলা, ডেইলি মর্নিং টুডে সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন।
বার্তায় উল্লেখ করেন ডা. তুহিন বড়ুয়া তমাল এর নিষ্ঠা, পরিশ্রম ও চিকিৎসা সেবায় অবদানের স্বীকৃতি এই পদোন্নতি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আপনার আগামীর পথ আরও উজ্জ্বল ও গৌরবময় হোক। ডা.তুহিন অনুভূতি প্রকাশে সকলের কাছে আশির্বাদ ও দোয়া চেয়ে বলেন,এভাবে ভাবে যেন জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে সেবা ধর্ম পালন করে যেতে পারি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা গোবিন্দগঞ্জ আবদুল স্মৃতি কলেজ এর সাবেক অধ্যক্ষ বরন কুমার চৌধুরী, সভাপতি লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সদস্য রানা বড়ুয়া, প্রবেশ বড়ুয়া শেলু বড়ুয়া, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয় ও যুব পরিষদ- সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া প্রমুখ।