Sharing is caring!

দফায় দফায় হামলা আর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। নিকটবর্তী দুই দেশের এমন সংঘাতের প্রভাব প্রতিবেশী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করবে সবার আগে। ভারতের পদক্ষেপে ইতিমধ্যেই বাংলাদেশে প্রভাব পড়ছে। গেল রাতে ভারতের অভ্যন্তরে দফায় দফায় হামলা চালিয়েছে পাকিস্তান। একদিনেই পাঁচ বিমান ঘাটি গুড়িয়ে দিয়েছে পাক সেনারা। এমন ঘটনাকে উচিত জবাব হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর কয়েক ঘন্টা আগে বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ নেয় ভারত সরকার। প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এই তথ্য নিশ্চিত করেছে। ডিসমিস ক্লাবের এক প্রতিবেদনে বলা হয়েছে ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুলসের আওতায় ভারত সরকার বাংলাদেশের ছয়টি গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ডিসমিস ক্লাবের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যমুনা টিভি, 71 টিভি, বাংলাভিশন, মোহনা, ডিবিসি এবং সময় টিভির YouTube চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব। ডিসমিস লাভের প্রতিবেদনে বলা হয়েছে এই ছয়টি টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূঅবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয় এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।