আজ রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা

editor
প্রকাশিত মে ১০, ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে কার্যকর হয়েছে।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধবিরতির জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় প্রায় তিন ডজন দেশ যুক্ত ছিল। তিনি এসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার প্রতি আলাদাভাবে শ্রদ্ধা জানান।

দার বলেন, পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তির পক্ষে কাজ করেছে—তবে তা সার্বভৌমত্বের বিনিময়ে নয়।

এর আগে তিনি সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। ভারতের পক্ষ থেকেও বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

 

সূত্র: আল-জাজিরা