শুরু হচ্ছে সর্বাত্মক যুদ্ধ আর তার সূচনা করছে পাকিস্তান এমন কথা বলছে খোদ ভারত। দিল্লির অভিযোগ সীমান্তে সেনাদের এগিয়ে আনছে পাকিস্তান, এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ভারত । পাকিস্তানের এমন আচরণ আক্রমণাত্মক ইঙ্গিত দেয় , ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ব্রিফিং এ এসব দাবি করেছেন কর্নাল সোফিয়া কোরাইশী । ক্রমেই খারাপ হচ্ছে ভারত পাকিস্তানের পরিস্থিতি। একের পর এক হামলা পালটা হামলা য় বিপর্যস্ত দেশ দুটি।